প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেই যুবকদের খুঁজছে পুলিশ, ভরসা সিসি ক্যামেরা

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
সেই যুবকদের খুঁজছে পুলিশ, ভরসা সিসি ক্যামেরা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে পার্কিংয়ে সরকারি একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়া দুর্বৃত্তরা কুমারগাঁও বাসস্ট্যান্ড লাগোয়া সড়কে রাখা একটি বাসে আগুন দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনটি ঘটে। তবে এখনও পর্যন্ত পুলিশ এদের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে পুললিশ জানিয়েছে, ঘটনার পর পরই অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশের একাধিক টিমসহ গোয়েন্দা পুলিশ।

Manual6 Ad Code

পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের এখন একমাত্র ভরসা হলো বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা। দুর্বৃত্তদের সবার মাথায় ছিলো হেলমেট।

Manual3 Ad Code

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

Manual6 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ অভিযানে নেমেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code