প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে মদসহ সাইরুলকে ধরলো র‌্যাব

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে মদসহ সাইরুলকে ধরলো র‌্যাব

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি অভিযানে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুপাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

র‌্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে সুপাতলা এলাকার একটি ভবনের নিচতলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

আটককৃত সাইরুল সাইরুল ইসলাম (৩৯) বিয়ানীবাজার উপজেলার মধ্য সুপাতলা এলাকার মৃত মালু হোসেনের ছেলে। র‌্যাবের দাবি, আটক ব্যক্তির দেখানো মতে একটি নীল রঙের প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করেছিলেন বলে জানায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত মদ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code