প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ণ
সিলেটে একদিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

Manual1 Ad Code

সিলেট অফিস:
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি নভেম্বর মাসে একদিনে শনাক্তের হিসেবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে এ পর্যন্ত সিলেটে মোট ১৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

Manual6 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৭ জন করে রোগী ভর্তি আছেন।

এছাড়া হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন এবং সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২৩৮ জন, মৌলভীবাজারে ৯৫ জন, সিলেটে ৭৮ জন এবং সুনামগঞ্জে ৭১ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এ বছর ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হয়েছে। সাধারণত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর বিস্তার দেখা গেলেও এবার নভেম্বরের শেষ দিকেও আক্রান্তের সংখ্যা কমছে না। পাশাপাশি আগে এডিস মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে-রাতে যেকোনো সময় মানুষকে কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দিন-রাত যেকোনো সময় ঘুমানোর সময় মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code