প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কোয়াডে ৬ ইনজুরি, আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন কারা?

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
স্কোয়াডে ৬ ইনজুরি, আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন কারা?

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
মাঠের প্রতিপক্ষ না, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন ইনজুরি। পেরুর বিপক্ষে ম্যাচের আগে তার দলে অন্তত ৬ জন রয়েছে ইনজুরির কবলে। জের্মান পেৎজেল্লাকে দিয়ে শুরু, এরপর একে একে ইনজুরির খাতায় নাম তুলেছেন অনেকেই। সবশেষ ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।

Manual6 Ad Code

পেরু ম্যাচের আগে নিজেদের শেষ প্র্যাকটিস সেশনে তাই বেশ ঘুরিয়ে ফিরিয়ে দলকে খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচে কেমন স্কোয়াড নামাবেন স্কালোনি তার একটা আভাসও পাওয়া গেছে এই প্র্যাকটিস সেশন থেকেই।

লিওনেল স্কালোনি দল নিয়ে প্রেস কনফারেন্সে কোনো কথা না বললেও এই ম্যাচে অন্তত দুই পরিবর্তন থাকছে তা নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। নাহুয়েল মলিনার বদলে দলে আসবেন গঞ্জালো মন্তিয়েল। আর ডিফেন্সে কুটি রোমেরোর জায়গায় থাকবেন নিকোলাস বালের্দি।

Manual2 Ad Code

চোটের কারণে শেষ ম্যাচের পর ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও ছিল শঙ্কা। তবে কাঁধের ইনজুরি থেকে এই লেফটব্যাক অনেকটাই সেরে উঠেছেন। অনুশীলনেও ছিলেন সাবলীল। তাকে শুরুর একাদশে দেখা যেতেও পারে। তবে কোনো কারণে তিনি না খেললে ফাকুন্দো মেদিনার সে জায়গায় দলে প্রবেশ নিশ্চিত।

Manual5 Ad Code

আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

কনমেবল অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে আর্জেন্টিনা আছে শীর্ষে। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে। ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

এই ম্যাচ দিয়েই নিজেদের বছর শেষ করবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের বছরটা জয় দিয়েই বিদায় জানাতে চাইবে দলটি। একইসঙ্গে বছর শেষ হচ্ছে লিওনেল মেসির। চলতি বছর দেশের জার্সিতে ফর্মহীনতায় থাকা মেসি শেষ ম্যাচে কেমন পারফর্ম করে, সেদিকে তাকিয়ে থাকবে গোটা দুনিয়া।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code