প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ সমতায় শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে বড় হারের স্বাদ পেলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের তাদের মাটিতে হারিয়ে সিরিজ ১-১ ড্র করতে সমর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার একদিনের ক্রিকেটের পালা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই। তাই আরও একবার দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব মেহেদী হাসান মিরাজের।

শুধু শান্তই নন, চোটের কারণে মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়েরও এই সিরিজে খেলা হচ্ছে না। তাই বেশকিছু পরিবর্তন নিয়ে রোববার (৮ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

Manual6 Ad Code

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে পারেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে শান্তর অভাব ঘোচাতে নামানো হতে পারে অভিজ্ঞ লিটন দাসকে।

Manual4 Ad Code

চারে মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় না থাকায় পাঁচে আফিফ হোসেন ধ্রুব এবং ছয় নম্বর পজিশনে খেলতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের পরিবর্তে উইকেটকিপার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। তার ব্যাটিং পজিশন হতে পারে সাত নম্বর।

আর স্পিন বিভাগে মিরাজকে সঙ্গ দিতে পারেন নাসুম আহমেদ। আফগানিস্তান বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন এই বাঁহাতি স্পিনার।

পেস বিভাগের নেতৃত্বে থাকবেন টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়ানো তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান পিতৃত্বকালীন ছুটিতে থাকায় একমাত্র বাঁহাতি পেসার হিসেবে একাদশে জায়গা পেতে পারেন শরিফুল ইসলাম।

তবে তৃতীয় পেসার হিসেবে একজনকে বেছে নিতে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। কারণ, টেস্টে দুর্দান্ত পারফর্ম করা নাহিদ রানা ও সদ্য শেষ হওয়ায় গ্লোবাল সুপার লিগে আলো ছড়ানো তানজিম সাকিবের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে তাদের।

Manual1 Ad Code

এক নজরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশে সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code