প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ইউটার্ন নিয়ে যে নির্দেশনা দিল পুলিশ

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ০১:০৮ অপরাহ্ণ
সিলেটে ইউটার্ন নিয়ে যে নির্দেশনা দিল পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরবাসীর যাতায়াতকে স্বস্তিদায়ক ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের সামনের ইউটার্নটি ব্যবহার করে সরাসরি মদিনা মার্কেটমুখী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাউন্ট এডোরা হাসপাতালের সামনে থেকে ইউটার্ন নিয়ে মদিনা মার্কেটমুখী যানবাহনের চলাচলের ফলে সড়কে মারাত্মক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে এখন থেকে ওই স্থানে ইউটার্ন না নিয়ে হাসপাতালটি অতিক্রম করে পরবর্তী নির্ধারিত স্থানে ইউটার্ন নিতে অনুরোধ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আপনাদের সহযোগিতা নগরীর যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্দেশনার মাধ্যমে নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code