
সংবাদ বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল। সোমবার দুপুর ২টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। এসময় কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইায়সিন রিফাত, সহ-সভাপতি সাহেদ আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান।
Sharing is caring!