
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ ওমরের পিতা বাবুল মালাকার পরলোক গমন করেছেন।
তিনি বিয়ানীবাজারের প্রবীণ নাট্যশিল্পী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যফ্রন্ট বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। রবিবার সকাল ৮:৩০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রবীণ এই নাট্যশিল্পী দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম রাম রামকৃষ্ণ মিশনালয়ের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে সাংবাদিক এম এ ওমরের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
Sharing is caring!