
সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক (টমটম) শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, বিয়ানীবাজার থানা রিক্সা চালক শ্রমিক কল্যান (টমটম) সমিতির সভাপতি মো: হুমায়ুক কবির আকিল বলেছেন, আজ মে দিবস ১৮৮৬ সালে ঐদিনে আমেরিকার সিকাকো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল। ঐদিন পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন শ্রমিক নিহত হয়। এর পর থেকে সারাবিশ্ব সব কয়টি দেশে মে দিবস হিসেবে পালিত হচ্ছে।
আমাদের বাংলাদেশে শ্রমিকরা তাহাদের ন্যায্য হিস্যা পাছেনা কল কারখানা বন্ধ গার্মেন্স অনেকটা বন্ধ শ্রমিকরা বেকার, সরকার সঠিক কোন ব্যবস্থা নিচ্ছে না। ১৮৮৯ সালে ১৪ জুলাই প্যারিস শহরে রক্ত ঝরা আর্ন্তজাতিক শ্রমিক সম্মেলনে আমেরিকার সিকাকো শহরের অর্জনকে স্বীকৃতি দিতে এই ঘটনার স্বারক হিসেবে ১ মে আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে ঘোষনা করা হয়। আমরা আজ মালিক শ্রমিক মিলে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করিতেছি।
Sharing is caring!