প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন বিয়ানীবাজারের সানি

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন বিয়ানীবাজারের সানি

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারের কৃতি সন্তান শাহরিয়ার ইমন (সানি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি সিলেট জেলার অন্যতম সমন্বয়ক এবং পরে যুগ্ম আহ্বায়ক মনোনীত হন।

তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র অধিকার পরিষদ থেকে। সেখানে তিনি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সামাজিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকা শাহরিয়ার ইমন এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। তাঁর এই অগ্রযাত্রায় অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Sharing is caring!