প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন

editor
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৫:০৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন

শ্রমিক উপ-কমিটির ভোট গণণার একাংশ/

 

সংবাদ বিজ্ঞপ্তি:

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১৪১৮) এর অন্তর্ভূক্ত বিয়ানীবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিয়ানীবাজার পৌরশহরের প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিপুল সংখ্যক শ্রমিক ভোটাধিকার প্রযোগ করেন।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের দিন প্রতিদ্বন্ধি প্রার্থীরা তাদের সরে দাঁড়ালে সভাপতি পদে বিলাল আহমদ এবং সম্পাদক পদে এবাদুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন।

বাকি পদে শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। বিকেলে ফলাফল ঘোষণা করেন জেলা পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ।

এতে সহ-সভাপতি পদে মো: কালাম উদ্দিন, সহ-সম্পাদক বদরুল আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো: শরীফ উদ্দিন, কোষাধ্যক্ষ রেদওয়ান আহমদ কামরান, ও সদস্য পদে মো: জাকির হোসেন জয়লাভ করেন।

Sharing is caring!