প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের মুড়িয়ায় জামায়াত নেতা সেলিম উদ্দিনর মতবিনিময়

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের মুড়িয়ায় জামায়াত নেতা সেলিম উদ্দিনর মতবিনিময়

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিন বাদ এশা তাজপুর বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন।

 

এ সময় তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রত্যেকটা ঘরে গ্যাস সরবরাহ করার কথা ব্যক্ত করে বলেন, অসৎ, অযোগ্য, দূর্নীতিবাজ, ঘুষকুর, টেন্ডারবাজ, খুনীদের প্রত্যাক্ষাণ করে সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত। দেশবাসী যদি পরীক্ষা করার জন্য হলেও একটি বার জামায়াতকে ওই সুযোগ দেন।

 

স্থানীয় জামায়াত নেতা হাফেজ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সমাজকর্মী এবাদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী এবিএম নাসিম, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বেক চেয়ারম্যান আবুল খয়ের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ ও শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফ হোসাইন, ইঞ্জিনিয়ার সুনাম উদ্দিন, পূর্ব মুড়িয়া জামায়াতের আমির মাওলনা মাওলানা নুরুল হক ও সেক্রেটারি খায়রুল ইসলাম সহ আরো অনেকে।

Sharing is caring!