প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানীর গোশত বিতরণ

editor
প্রকাশিত জুন ৮, ২০২৫, ০৭:১৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানীর গোশত বিতরণ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও কলেজের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার পবিত্র ঈদুল আযহার দিনে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর জননেতা মাওলানা ফয়জুল ইসলাম। তিনি বলেন, “ঈদ কেবল উৎসব নয়, এটি সাম্য, মমতা ও ত্যাগের অনন্য শিক্ষা দেয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের দপ্তর সম্পাদক আদিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, ও ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ঈদের এই আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম এবং সঞ্চালনা করেন অর্থ ও প্রচার সম্পাদক তোফায়েল হাসান তোহা।

কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীর মাঝে গোশত বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে এমন মানবিক উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক। সবাই সবার তরে দাঁড়াক।

Sharing is caring!