প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে সাংবাদিক মাছুম আহমদের শ্বাশুড়ির দাফন শুক্রবার, প্রেসক্লাবের শোক

editor
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে সাংবাদিক মাছুম আহমদের শ্বাশুড়ির দাফন শুক্রবার, প্রেসক্লাবের শোক

 

সংবাদ বিজ্ঞপ্তি:

সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাছুম আহমদের শ্বাশুড়ির দাফন শুক্রবার অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত নিজ গ্রামের বাড়িতে তাঁকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের খাসাড়িপাড়াস্থ পেট্রোবাংলার সরকারি কোয়ার্টারে তাঁর মৃত্যু হয়। এদিন বিকেলে মরহুমার প্রথম জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ির উদ্দেশ্যে মরদেহ নিয়ে রওয়ানা দেন স্বজনরা।

মৃত্যুকালে তিনি স্বামী  সরকারি কর্মচারী রুহুল আমীনসহ ৪ সন্তান রেখে গেছেন। সাংবাদিক মাছুম আহমদ তাঁর ১ম কন্যার স্বামী।

এদিকে মরহুমার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Sharing is caring!