প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে যুবককে মারধরের অভিযোগ

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে যুবককে মারধরের অভিযোগ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজার পৌরশহরের আজির মার্কেটে এক ব্যবসায়ী যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার উপজেলার কোনাগ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৭)।

 

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেলোয়ারের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার সময় তার উপর ফের হামলার চেষ্টা করা হয়। এতে ভীতসন্ত্রস্থ দেলোয়ার বাদী হয়ে নিদনপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে ফারুক উদ্দিন (৫০) কে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

এদিকে ফারুক উদ্দিন বাদী হয়ে থানায় পৃথক আরেকটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

Sharing is caring!