প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কাল থেকে চালু হচ্ছে এসি বাস

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কাল থেকে চালু হচ্ছে এসি বাস

Manual6 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার রোডে আরামদায়ক এসি ব্যবস্থার নতুন “আইকনিক এক্সপ্রেস” বাস সার্ভিস চালু হচ্ছে। আগামীকাল, বুধবার থেকে যাত্রীরা সিলেট, জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মধ্যে নিরাপদ ও আরামদায়ক পরিবহনে যাতায়াত করতে পারবেন।

নতুন এই সার্ভিসের সময়সূচি নিশ্চিত করেছেন জকিগঞ্জ-সিলেট মটর মালিক সমিতির সেক্রেটারি সাইফুর রহমান চৌধুরী মুফতি।

সময়সূচী:

সিলেট → জকিগঞ্জ: সকাল ৭:৫০, ১০:৫০, দুপুর ২:০০, বিকাল ৪:২০ ও ৫:০০

জকিগঞ্জ → সিলেট: সকাল ৭:৩০, ৮:৪০, ১১:৩০, দুপুর ২:২০, বিকাল ৫:০০

সিলেট → বিয়ানীবাজার: সকাল ৭:৪৫, ১১:০০, দুপুর ২:০০, বিকাল ৪:৩০, ৭:০০

বিয়ানীবাজার → সিলেট: সকাল ৮:০০, ৯:০০, ১১:১০, দুপুর ২:০০, বিকাল ৫:০০

যাত্রী সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট দিয়ে টিকেট সংগ্রহের সুবিধাও থাকবে।

Manual8 Ad Code

কাউন্টার যোগাযোগ নম্বর:

সিলেট বাস টার্মিনাল: ০১৩৪৫ ৬২৩৪৭০

অভারব্রীজের নীচ (বান্দ) কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭১

জকিগঞ্জ কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭২

Manual2 Ad Code

বিয়ানীবাজার কাউন্টার: ০১৩৪৫ ৬২৬৫৯৭

স্টপেজ:

Manual1 Ad Code

জকিগঞ্জ রুট: সিলেট → সড়কবাজার → আটগ্রাম → কালিগঞ্জ → বাবুরবাজার → জকিগঞ্জ

বিয়ানীবাজার রুট: সিলেট → চারখাই → দুবাগ → বিয়ানীবাজার

নতুন এই সার্ভিস পরিচালনা করছে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার বাস ও মিনিবাস যৌথ মালিক সমিতি, যা যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সময়োপযোগী পরিবহন নিশ্চিত করছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code