প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর কর্মীসভা শুক্রবার

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০২:১১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর কর্মীসভা শুক্রবার

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

দীর্ঘ প্রায় দেড়যুগ পুর বেশ বড় ঘটা আয়োজন করে কর্মীসভা করতে বিয়ানীবাজার জামায়াতে ইসলামী। ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, ঢাকা মহনগর উত্তরের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবীবুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

 

দীর্ঘদিন পর কর্মীসভা আয়োজনকে ঘিরে বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।ইতোমধ্যে নির্ধারিত স্থানে মঞ্চ তৈরীর কাজ শুরু হয়েছে।

 

এদিকে কর্মীসভা সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও পৌর আমীর মাওলানা কাজী জমির হোসাইন।

Sharing is caring!