
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন করা হয়েছে।
এতে মোঃ ফাহিম সাকিল (অপু) আহবায়ক, এম.এ. হাছনাত তাপাদার জামিল সদস্য সচিব ও সদস্য জানে আলম (পৌরসভা), শিব্বির আহমদ (কুড়ার বাজার), আজাদুর রহমান রানা (চারখাই), হাজী ছয়ফুল আলম চৌঃ (দুবাগ), আফছার আহমদ (দুবাগ), মুহিবুর রহমান (তিলপারা), আব্দুল হেকিম (তিলপারা), রাসেল মোস্তফা চৌঃ (দুবাগ), জাকির হোসেন (আলীনগর), ইকবাল আহমদ (পৌরসভা), জামিল আহমদ (মুড়িয়া), শরিফ আহমদ (মোল্লাপুর), জাবের আহমদ (চারখাই), অলিউর রহমান তারেক (কুড়ার বাজার), আহাদ আহমদ (মোল্লাপুর), জামিল আহমদ (লাউতা), নজরুল আহমদ (চারখাই), রেজা আহমদ (আলী নগর), মাহবুবুল আলম চৌঃ (শেওলা), ছায়দুল আহমদ (দুবাগ) ও তোফায়েল আহমদ (শেওলা)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ নবগঠিত কমিটিতে স্বাক্ষর করেন।
পরে নগরীর হোটেল সুপ্রিমে আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে জেলা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক রুহেল, অর্থ সম্পাদক আফসার শহীদ চৌধুরী সায়েম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান চৌধুরী, নিক্সন আহমদ প্রমুখ।
Sharing is caring!