প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:
বিএনপির প্রবীণ নেতা ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে পরিবারকে সান্ত্বনা দিতে মিরপুরের দারুস সালামে তার বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির মরহুমের লাশ দেখে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি মরহুমের মানবকল্যাণমূলক কাজ স্মরণ করে রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এছাড়া, তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন।

এই সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ থানার জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এস এ খালেক রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

ঢাকা মহানগরী উত্তরের জামায়াত নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম এক শোকবার্তায় বলেন, ‘দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অনন্য। আমরা তার ভালো কাজগুলো কবুল হওয়ার জন্য এবং তাকে জান্নাত দানের জন্য আল্লাহর কাছে দোয়া করি।’

Sharing is caring!