প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৮৬ বল পর টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকালেন জাকের

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ণ
৮৬ বল পর টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকালেন জাকের

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লিটন দাসের চোটের কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। তবে ফিনিশার হিসেবেই দলে বিবেচনা করা হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে। তবে বিগত কয়েক ম্যাচ ধরে ছন্দে ছিলেন না তিনি। এমনকি ফিনিশার হলেও ছক্কা মারতে ভুলে গিয়েছিলেন জাকের।

Manual7 Ad Code

তবে প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪৭ রান তাড়া করতে নেমে ২৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর শামীম হোসেনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে চাপ সামাল দেন জাকের। শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

শুক্রবার (৩ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ২৫ বলে ৩৩ রান করেছেন জাকের। এই ইনিংসে খেলার পথে দুটি ছক্কা হাঁকান তিনি। এর মাধ্যমে ৭ ইনিংস আর ৮৬ বল পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার দেখা পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

Manual4 Ad Code

বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নবীর দ্বিতীয় বলে প্রথম ছক্কা হাঁকান জাকের। উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অন বাউন্ডারির ওপর দিয়ে বড় ছক্কা মারেন তিনি। এর আগে এই ব্যাটার সর্বশেষ ছক্কা মেরেছেন ৩ সেপ্টেম্বর সিলেটে, নেদারল্যান্ডসের বিপক্ষে। বোলার ছিলেন কাইল ক্লেইন।

Manual2 Ad Code

এরপর এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিলিয়ে টানা ৭ ইনিংসে কোনো ছক্কা মারতে পারেননি জাকের। শুধু বলের হিসাব করলে টানা ৮৬ বল ছক্কাবিহীন ছিলেন তিনি। যদিও বেশির ভাগ সময়ই ব্যাট করেছেন ইনিংসের দশম ওভারের পরে।

Manual1 Ad Code

ছক্কার দীর্ঘ খরা কাটানোর পর আরেকটি মারতে দেরি করেননি জাকের। পরের ওভারেই আজমতউল্লাহ ওমরজাইয়ের বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাকেরের ছক্কা এখন ৪০টি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা ষষ্ঠ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code