প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ আরও ৩ জন গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ আরও ৩ জন গ্রেপ্তার

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। রোববার ভোরারাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ (৬০), উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন (৪৩) ও বড়লেখা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন (২৪)।

এর আগের দিন পুলিশ বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে এক ব্যাংক কর্মকর্তার করা হত্যা চেষ্টার মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর বড়লেখা থানায় (মামলা নং-১২) দায়ের করা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসাবে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ ও উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং বড়লেখা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমনকে রোববার ভোরারাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!