প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিপুল সম্পত্তির মালিক, প্রতি গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া?

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
বিপুল সম্পত্তির মালিক, প্রতি গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া?

বিনোদন ডেস্ক:
ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বাঙালি পরিবারে জন্ম হলেও বেড়ে উঠেছেন হিন্দি জগতের অন্দর থেকে। অনেক ছোট বয়সেই ক্যারিয়ারের জন্য মুম্বাইয়ে ছুটে যান শ্রেয়া। অংশ নেনে একটি সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে। এরপর থেকে সংগীতের ওপর তার কঠোর পরিশ্রম এনে দেয় লাইমলাইটে।

ভারত ছাড়াও সারা বিশ্বে কমবেশি পরিচিতি রয়েছে শ্রেয়া ঘোষালের। ক্যারিয়ারে অসংখ্য গান কণ্ঠে তুলেছেন এই শিল্পী। ইন্ডাস্ট্রিজে রাজত্ব করছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। সুরের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।

এ সময়ের সঙ্গে যেমন যশ-খ্যাতি কুড়িয়েছেন শ্রেয়া, তেমনি সম্পদের পরিমাণও কম নয় এই গায়িকার। তার রয়েছে বিলাসবহুল গাড়ি, বাড়ি।

সম্প্রতি লাইফস্টাইল এশিয়া’র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, মুম্বাই ও কলকাতায় বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রেয়ার। এছাড়াও মার্সেডিজ বেঞ্জ এস রয়েছে তার, যার দাম ১ কোটি ৭১ লক্ষ রুপি। এছাড়াও রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি। যার দাম ৬৫ লক্ষ ৩৮ হাজার রুপি। ১ কোটি ৬৯ লক্ষ রুপির রেঞ্জ রোভার থেকে শুরু করে ২ কোটি ৮০ লক্ষ রুপির আরও একটি রেঞ্জ রোভার রয়েছে শ্রেয়ার কালেকশনে।

এদিকে ডিএনএ’র একটি রিপোর্ট জানাচ্ছে, প্রতি গানের জন্য ২৫ লক্ষ রুপি নেন শ্রেয়া ঘোষাল। যা কিনা সুনিধি চৌহান, অরিজিৎ সিংয়ের থেকেও বেশি। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ছাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।

মাত্র ১৪ বছর বয়সে এক রিয়ালিটি শো থেকেই উত্থান শ্রেয়ার। সেই শো’য়ে বিজয়ী হওয়ার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডে ডেবিউ হয় ২০০২ সালে। ছবির নাম ‘দেবদাস’। ওই ছবিতে ‘বইরি পিয়া’ গেয়ে সকলের মন জয় করে নেন শ্রেয়া ঘোষাল। এরপর একের পর এক হিট। যা এখনও চলছে।

Sharing is caring!