প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সীমান্তে আদিবাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ণ
সীমান্তে আদিবাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের ছোড়া গুলিতে জমির আহমদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

এলাকাবাসী জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোড়া ছিটাগুলিতে আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গুলিতে নিহতের সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহালসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Sharing is caring!