প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা জিল্লুর সম্মানে মতবিনিময় সভা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা জিল্লুর সম্মানে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি:

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লুর সম্মানে বিয়ানীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় কোনাগ্রামে অনুষ্ঠিত সভায় জিল্লুর রহমান জিল্লু বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর থেকে সংগ্রাম চলছে। মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকারের জন্য বিএনপির সেই সংগ্রাম সফল হয় গণঅভ্যুথানের মধ্য দিয়ে।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বর্তমানে গণতন্ত্রকামী মানুষের মুক্তির সনদ হিসেবে খ্যাতি পেয়েছে।

 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, বিএনপি নেতা ফয়সল উদ্দিন, ইউপি সদস্য হোসেন আহমদ প্রমুখ।

Sharing is caring!