প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে আওয়ামী লীগের ৩৬ নেতার আগাম জামিন

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ
সিলেটে আওয়ামী লীগের ৩৬ নেতার আগাম জামিন

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের চারটি রাজনৈতিক মামলার ৩৬ আসামি থেকে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত সকল আসামী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

Manual6 Ad Code

রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Manual7 Ad Code

উচ্চ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিন পাওয়া জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়।

এ চারটি রাজনৈতিক মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, এতিমখানার শিক্ষক মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদসহ মোট ৩৬ আসামি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code