প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ইসলামী আন্দোলনবাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০২:২৬ অপরাহ্ণ
জকিগঞ্জে ইসলামী আন্দোলনবাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

Manual7 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বুধবার বিকেলে জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করিম আবরার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহসভাপতি মো. নূরুল আমিন, কানাইঘাট উপজেলার সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, জাতীয় আইম্মাহ মশায়েখ পরিষদের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের জকিগঞ্জ পৌরসভার সভাপতি মাওলানা আব্দুস সালাম, শ্রমিক জমিয়তের জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, হাড়িকান্দী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার অ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল খালিক, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মো. সুলাইমান, যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন, মাওলানা জামিল আহমদ, মাওলানা আবু তাহের মিসবাহ প্রমূখ।

Manual5 Ad Code

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম আবরার বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিকভাবে অনুষ্ঠিত হওয়ার পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও সংখ্যানুপাতিকভাবে জাতীয় সংসদ নির্বাচন চায়। তিনি আরও বলেন, গাজার নিরীহ নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলা ও গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরবতা ইসরায়েলকে উসকানি দেওয়ার শামিল। জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code