প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যে কারনে ২ জনকে ধরলো র‌্যাব

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
যে কারনে ২ জনকে ধরলো র‌্যাব

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Manual7 Ad Code

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে—মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা-বাগান এলাকায় চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

Manual6 Ad Code

তথ্য অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি বস্তাসহ পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা সম্ভব হয়, অন্য দুইজন পালিয়ে যায়। আটক দুজনের বস্তা তল্লাশি করে খাকি ও নীল স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটের ভেতর থেকে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

আটকরা হলেন, মৃত্তিক চা-বাগান, কমলগঞ্জ উপজেলার রবি উরাংয়ের পুত্র জনক উরাং, এবং রামগঙ্গা চা-বাগান, চুনারুঘাট উপজেলার মৃত কমল ভৌমিকের পুত্র দুলাল ভৌমিক।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code