প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনে জামান অনুসারীদের দীর্ঘ ৬০ কিলোমিটার শোভাযাত্রা

editor
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
সিলেট-৪ আসনে জামান অনুসারীদের দীর্ঘ ৬০ কিলোমিটার শোভাযাত্রা

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের কাছে পৌছে দিতে সিলেটে দীর্ঘ ৬০ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান অনুসারীরা এই মিছিল করে। মিছিলে সিলেট-৪ আসনের অন্তর্গত ৩ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেল শোভাযাত্রায় শোভিত হয় দলীয় পতাকা।

Manual1 Ad Code

এসময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

Manual6 Ad Code

এদিন দুপুর ১২টায় প্রকৃতি কন্যা জাফলং জিরো পয়েন্টে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অন্তত সহস্রাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা অংশ নেন। বিকাল ৩টায় বটেশ্বর জৈন্তিয়া গেইট পার হয়ে শোভাযাত্রা সমাপ্তি টানা হয়।

Manual3 Ad Code

ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কে দীর্ঘ এই শোভাযাত্রায় সুশৃঙ্খলভাবে দু’টি লাইনে মোটরসাইকেল চালিয়ে আসেন। ভলেন্টিয়ারের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাদের দিক নির্দেশনা দেন। সিলেটের ইতিহাসে বিশাল এই শোভাযাত্রা আন্দোলিত করেছে সাধারণ মানুষকে।

Manual5 Ad Code

শোভাযাত্রা পূর্ববর্তী পথসমাবেশে বক্তারা বলেন, সিলেটের সীমান্তবর্তী অঞ্চল জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের জন্য অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনেক ত্যাগ রয়েছে। বিগত ৩ দশক এ অঞ্চলের মানুষের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি কোনো স্বার্থ চাননি। এই মানুষটি যদি দলের হয়ে আসেন, তাকে ছাড়া আর কাউকে ভোট দিতে পারবো না। তাই সীমান্ত অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করতে হলে প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সামসুজ্জামানের বিকল্প নেই।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code