স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি তানভীরকে (২০) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া তানভির তাহিরপুরের পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেফতার হওয়া তানভিরকে আদালতে পাঠানো হবে। এরআগে সোমবার (৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে তাহিরপুর থানাধীন সুলেমানপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হবে র্যাব জানায়।
র্যাব জানায়, গত ১২ অক্টোবর বিকালে ভিকটিম একই গ্রামের তার পাশের বাড়ির তানভিরের বসতঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় চাচাতো ভাইয়ের বসতঘরে নিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের বাবা তাকে কোথাও দেখতে না পেয়ে ডাকাডাকি করলে ভিকটিম বিবাদীর চাচাতো ভাইয়ের বসতঘর থেকে জবাব দেয়। পরে ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান তিনি।
এসময় গ্রেফতার হওয়া তানভির পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
Sharing is caring!