প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চো*রা চালান পণ্য জ ব্দ

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চো*রা চালান পণ্য জ ব্দ

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরা চালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চোরা চালানী পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরণের প্রসাধনী রয়েছে।

Manual2 Ad Code

সোমবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

Manual1 Ad Code

তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরণের ভারতীয় চোরা চালান পণ্য পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত ভোর রাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরণের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

Manual3 Ad Code

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আরো বলেন, চোরা কারবারিরা এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধে ট্রেকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আমাদের নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি।

তিনি বলেন, সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারিদের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code