মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হিমেল (২০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরুষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার পুত্র। ঘটনায় আহত হয়েছেন এনায়েতুল্লাহ (২২), যার বাড়ি হরষপুর আনন্দগ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি কারে গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছিল। এসময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা খায়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!