প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারের সভ্যতায় গণমাধ্যমের ভূমিকা অতি প্রাচীন: অধ্যাপক তারিকুল ইসলাম

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ০৭:২২ অপরাহ্ণ
বিয়ানীবাজারের সভ্যতায় গণমাধ্যমের ভূমিকা অতি প্রাচীন: অধ্যাপক তারিকুল ইসলাম

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম বলেছেন, পঞ্চখন্ডের সভ্যতায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অতি প্রাচীণ। এখানকার গণমাধ্যম এই জনপদের বন্ধনকে সুদৃঢ় করেছে, মানুষের ঐক্যমত সৃষ্ঠিতে কাজ করছে। মানবতার পক্ষে স্থানীয় সাংবাদিকরা যেভাবে কথা বলছেন, তা অনন্তকাল অব্যাহত রাখার প্রেরণা দেন তিনি। অধ্যাপক তারিকুল ইসলাম আরো বলেন, মননশীল সৃষ্টিশীলতা আর সামাজিক সম্প্রীতির এই জনপদ বহুকাল সাম্যের গান গাইবে। আর যেখানে সাম্য আছে, ভাতৃত্ববোধ আছে সেখানে অচলায়তন থাকতে পারেনা।

Manual3 Ad Code

 

তিনি শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরায় অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল এসবি-নিউজ ২৪.কম-এর উদ্বোধন ও সাংবাদিক বন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এসবি-নিউজ ২৪.কম-এর সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মহিলা কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য ফয়জুল হক শিমুল, ইকবাল হোসেন, আবুল হাসান, কুড়ার বাজার ডিগ্রি কলেজের প্রভাষক বিজিত আচার্য, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান মুহিত, এসবি নিউজ এর ডেপুটি এডিটর সালেহ আহমদ, ম্যাপ টিভির সিইও সৈয়দ মুনজের হোসেন বাবু, এসবি নিউজ ২৪.কম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, প্রেসক্লাব সদস্য এম জসিম উদ্দিন, ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য আলী হোসেন মুন্না, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআরআই টিভির রিপোর্টার সাকের আহমদ, প্রেসক্লাব সদস্য মিছবাহ উদ্দিন, মাকসুদ হোসেন মনি, আহমদ এহসানুল কাদির, মিজানুর রহমান মুন্নাসহ আরো অনেকে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code