প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বোনের বিয়ের দিন ভাইয়ের দাফন

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ
বোনের বিয়ের দিন ভাইয়ের দাফন

Manual2 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।

নাঈমে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে। স্বজনদের বেদনার আর্তনাদ ও আহাজারিতে আকাশ যেন ভারী হয়ে উঠেছে। সোমবার (২১ অক্টোবর) তার ছোট বোনের বিয়ের কথা রয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই বেসে উঠে বেদনার চিন্ন। বিয়ের আগের রাতে অর্থ্যাৎ রোববার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া।

Manual4 Ad Code

নিজেদের বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌছে দিতে মোটর সাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামস্থ দেউন্দি সড়কের ব্রীজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি বাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code