স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের প্রত্যন্ত পল্লী থেকে পৃথক দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়াধীন এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চারখাইয়ের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) নামে এক নারীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র ৭ মাস পূর্বে ওই নারীর বিয়ে হয়। তিনি কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোন এক সময়ে বাবার বাড়িতে ফাঁস দেয় সে।
এদিকে লাউতার জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি আব্দুর রহীমের ছেলে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা পৃথক ঘটনার তদন্ত করছি।
Sharing is caring!