প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের তরুণীকে ফেনী থেকে উদ্ধার

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০২:৩৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারের তরুণীকে ফেনী থেকে উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার থেকে প্রায় মাসখানেক পূর্বে নিখোঁজ হওয়া তরুনীকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত তরুণী (১৪) উপজেলার আলীনগর এলাকার।

একই ঘটনায় হেদায়াতুল ইসলাম কিয়াম (১৯) নামের আরো এক ছেলেকে আটক করা হয়। তার বাড়ী ফেনীর সোনাগাজী থানায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, প্রেমের সম্পর্কের জের ধরে ওই তরুণী নিখোঁজ হয়। মোবাইল ফোনে মাত্র কয়েকমাসের প্রেমের পর কিয়ামের সাথে নিরুদ্দেশ হয় সে। তবে তাদের দু’জনের বয়সই বিবাহ আইনের পরিপন্থি।

বিয়ানীবাজার থানার এসআই মাহমুদুল হাসান খান জানান, ওই মেয়ে নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রী করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ওই মেয়েকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Sharing is caring!