প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের চান্দলা-আলীপুর বিদ্যালয়ের ভূমি দখল চেষ্টার অভিযোগ

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের চান্দলা-আলীপুর বিদ্যালয়ের ভূমি দখল চেষ্টার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারের নিভৃত এলাকা চান্দলা-আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের কমর উদ্দিন ওরফে হকির নামীয় ব্যক্তি অনেকটা জোরপূর্বক বিদ্যালয় এলাকার ভিতরে প্রবেশ করে দেয়াল নির্মাণ কাজ করছেন। এতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। কমর উদ্দিন হকির স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি মৃত নছিব আলীর ছেলে।

 

এলাকাবাসী জানান, বিয়ানীবাজার উপজেলাধীন তিলপাড়া ইউনিয়নের চান্দলা মৌজার জে.এল নং ১১৯, দাগ নং ৪৩৩-এ চান্দলা-আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ওই বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে উল্লেখিত আওয়ামীলীগ নেতা অনধিকারভাবে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে একটি সভা আহবান করা হয়। কিন্তু ওই সভায় এলাকার লোকজনের সাথে দূর্ব্যবহার করেন কমর উদ্দিন হকির। এমনকি স্থানীয় ইউপি সদস্য হোসেন আহমদের সাথেও অশালীন আচরণ করেন তিনি। এমন প্রেক্ষাপটে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার পথে। ভয়-আতঙ্কে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেনা।

চান্দলা-আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।

 

এ বিষয়ে জানতে কমর উদ্দিন ওরফে হকিরের সাথে যোগাযাগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি।

Sharing is caring!