
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি পা বাড়িয়েছেন বড় পর্দাতেও। দীর্ঘ ১৬ বছরের অভিনয় জীবনে পেয়েছেন অসংখ্য ভক্ত অনুরাগী। বেশ কয়েক বছর ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।
এই নির্মাতার বিভিন্ন নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন মেহজাবীন। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে দেখা যায়নি তাদের।
গত বছরের মাঝামাঝি সময়ে রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তার পরিচয় হতে পারত না। তিনি তার জীবনের সেরা একটি অংশ।
এবার জানা গেল, বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ে। মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। এমনকি মেহজাবীন নিজেও তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি তিনি।
Sharing is caring!