প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কী হবে?

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ণ
বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কী হবে?

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন-জুলাইয়ে বাজারে আসতে পারে নতুন নোট। এবার নতুন নোট থেকে বাদ যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে যুক্ত হতে পারে ‘জুলাই আন্দোলনের গ্রাফিতি’সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা।

Manual8 Ad Code

নতুন টাকা বাজারে আসলে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে।

Manual7 Ad Code

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

শিখা বলেন, “নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।”

সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে।পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

Manual6 Ad Code

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে। অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code