প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে সাবেক পৌর প্রশাসকের জানাযা বৃহস্পতিবার

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে সাবেক পৌর প্রশাসকের জানাযা বৃহস্পতিবার

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তফজ্জুল হোসেন আর নেই। মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।

মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার দুপুর ২.১৫ মিনিটের সময় পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও শহীদ পরিবারের সন্তান তফজ্জুল হোসেন বিগত দিনে বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান থাকাবস্থায় বিয়ানীবাজার পৌরসভায় রুপান্তরিত হলে পৌর প্রশাসকের দায়িত্ব পান। দীর্ঘ সময় তিনি এই পদে বহাল ছিলেন।

তার মৃত্যুতে বিয়ানীবাজারে শোকের ছায়া নেমে এসেছে।

Sharing is caring!