প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে মুরগির খামার থেকে মদ উদ্ধার

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ণ
জকিগঞ্জে মুরগির খামার থেকে মদ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি:
পুলিশ সূত্র জানায়, সোমবার ভোররাতের দিকে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজলসার ইউপির আটগ্রাম বাজারে শামীম আহমদের মোরগের খামারে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী শামীম আহমদ।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজলসার ইউপির চারিগ্রামের মৃত সুয়েব আলীর ছেলে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (২৯) কে আসামি করে মামলা দায়ের করে।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, অভিযান শুরুর আগেই মাদক ব্যবসায়ী শামীম আহমদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।

Sharing is caring!