প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে ১৪ লাখ টাকার ইয়াবার চালান জব্দ : গ্রেফতার ১

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
জকিগঞ্জে ১৪ লাখ টাকার ইয়াবার চালান জব্দ : গ্রেফতার ১

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল আহাম্মদ (৩১) জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহার মহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল লোহার মহল কুশিয়ারা নদীর ডাইকের উপর থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ২শ পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Sharing is caring!