প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: বাজারে পড়েছে প্রভাব

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০১:৩৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: বাজারে পড়েছে প্রভাব

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

Manual7 Ad Code

বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান আদালতের প্রভাব পড়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কিছুটা কমতির দিকে। ভ্রাম্যমান আদালতের অভিযানের কারণে ইচ্ছেমত কেউ দাম বাড়াতে পারছেনা। ফলে স্থানীয়ভাবে পণ্যমুল্য নিয়ে ক্রেতাদের নতুন কোন অভিযোগ নেই।

এদিকে বিয়ানীবাজার পৌরশহরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণি ম্যাজিস্ট্রেট কাজী শামীম। রোববার (০৩ নভেম্বর) এ অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত। আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করে বিয়ানীবাজার থানা পুলিশ।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্যের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Manual3 Ad Code

অপরদিকে চারখাই বাজারে রেস্টুরেন্ট, সবজি দোকান, মাছ বাজার ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজ। অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে সোনিয়া এন্ড প্রিয়াঙ্কা রেষ্টুরেন্টে ৪০ হাজার টাকা, সাকিবুল আখনি রেষ্টুরেন্টে ১০হাজার টাকা এবং বনফুল এন্ড কোম্পানি চারখাইকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual8 Ad Code

সোমবার বিকাল ৫ঘটিকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code