প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
দিরাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০

Manual3 Ad Code

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন টেটাবিদ্ধ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার থানা-পুলিশ ও গ্রাম্য শালিসে সমাধানের চেষ্টা হলেও মূল দ্বন্দ্ব থেকে যায়। সোমবার সকালে খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে পঞ্চায়েত গ্রুপের ফিরুজ আলী ও আলী আকবরের সমর্থকদের সঙ্গে গোলাপ মিয়ার লোকজনের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

Manual2 Ad Code

এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২) সহ অন্তত ৩০ জন আহত হন।

Manual6 Ad Code

এর মধ্যে টেটাবিদ্ধ ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিন্টু কুমার দাস। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র টেটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code