প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে ইয়ারগানসহ চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে ইয়ারগানসহ চোরাই পণ্য জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে এয়ারগান, গুলিসহ অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (১৭ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

Manual1 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১৭ নভেম্বর) সকাল জৈন্তাপুর সীমান্তে অভিযানে পরিচালনা করে ৫ হাজার ১৫ গজ ভারতীয় থান কাপড়, ৭৫ পিস কাতান শাড়ি, ২৪২ গজ মকমল থান কাপড়, ১০ লাখ পিস ভারতীয় সিগারেট, ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা, ০৪ টি ভারতীয় গরু এবং ১৪ হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি আটক করা হয়।

এদিকে রবিবার (১৭ নভেম্বর) সকাল জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির আরেকটি অভিযানে কানাইঘাটের মিকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় এয়ারগান জব্দ করা হয়। এ সময় ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে বিজিবি।

আটককৃত মালামালের মোট সিজার মূল্য ৫১ লাখ ৯৩ হাজা ৭০০টাকা বলে জানায় বিবিজি।

Manual1 Ad Code

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code