প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ১

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ১

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারে আসামী ধরতে অভিযানকালে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এক ক্ষুব্দ যুবক। সোমবার গভীর রাতে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিসংযোগের হোতা রুহুল আমিন মিছবাহ (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি ঘুঙ্গাদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

 

সূত্র জানায়, আরিজঁখাটিলা গ্রামে গ্রেফতারী পরোয়ানার এক আসামী ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই আসামীর প্রতিবেশী বসতঘরে শ্বশুড় বাড়ির লোকজনের সাথে ঝগড়ারত ছিলেন মিছবাহ। তখন শ্বশুড় বাড়ির লোকজন পুলিশকে ডেকে এনেছেন মনে করে আরো ক্ষুব্দ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে অভিযানে থাকা বিয়ানীবাজার থানার এএসআই মনিরের ব্যবহৃত পালসার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে মিছবাহকে গ্রেফতার করেন। এ ঘটনায় এএসআই মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার এমন কান্ডের নেপথ্যে কী আছে, তা জানার চেষ্টা করা হবে।

Sharing is caring!