প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে যৌনকর্মী নিয়ে ফুর্তিকালে ডাকাতসহ ৪জন গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৪:১৫ অপরাহ্ণ
বিয়ানীবাজারে যৌনকর্মী নিয়ে ফুর্তিকালে ডাকাতসহ ৪জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারে যৌনকর্মী নিয়ে ডাকাতের ফুর্তিকালে অভিযান চালিয়েছে বেরসিক পুলিশ। এ সময় ডাকাতসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের হেলাল উদ্দিনের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার পলাতক ও এজাহারনামীয় আসামী ছাদিক আহমদ যৌনকর্মী নিয়ে ফুর্তি করছিলেন। পুলিশ তখন যৌনকর্মীসহ তাদের আশ্রয়দাতাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা হচ্ছে শ্রীধরা গ্রামের আজির উদ্দিনের ছেলে ছাদিক আহমদ, আশ্রয়দাতা মৃত কুতুব উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন, আষ্টঘরি গ্রামের আইনুল হকের পুত্র আলিম উদ্দিন ও সরাইল থানার পানেশ্বর গ্রামের সালাম হাওলাদার এর মেয়ে যৌনকর্মী তামান্না বেগম।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!